মঙ্গলবার   ২৬ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ
টংগীবাড়ীর আব্দুল্লাপুরে রাস্তা ভেঙে যানবাহন চলাচলের অনুপযোগী! নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের অনুদানের চেক বিতরণ গজারিয়ায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত একাধিক সেতু যান চলাচলের অনুপোযোগী!
৫৪৭

নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে চরিত্রকে অনুভব করে শিখেছি অনেক কিছু

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১  

সংস্কৃতি ডেস্কঃ
ছোট বেলা থেকেই অভিনয়ের প্রতি একটা আগ্রহ ছিলো। শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। সেই সুযোগটা করে দিল হিরণ কিরন থিয়েটার। ২০১৫ সালে যখন আমি নবম শ্রেনিতে পড়ি তখন হিরণ কিরণ থিয়েটারের জাহাঙ্গীর আলম আমাদের স্কুলে যান  এবং জিজ্ঞেস করেন কে কে অভিনয় করতে ইচ্ছুক? সাথে সাথেই আমি রাজি হয়ে যাই এবং যোগদান করি হিরণ কিরণ থিয়েটারে। এই থিয়েটার থেকে প্রথম নাটক করি “নক্তের বাসিন্দা”। এভাবেই দৈনিক মুন্সীগঞ্জের খবরের সংস্কৃতি ডেস্ককে কথাগুলো বলেছিল আবু হুরাইরা। 
তিনি পাচঁ বছর হিরণ কিরণ থিয়েটারের সাথে ছিলেন এবং এই সংগঠন থেকে কাজ করেছেন বহু নাটকে। তার উল্লেখ্যযোগ্য নাটক “নক্তের বাসিন্দা, ছিন্নমুকুল, বেদের মেয়ে, সিডর” সহ আরও অসংখ্য। তিনি চাঁদপুর, মাদারিপুর, ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় নাটকের অভিনয় করেছেন। আবু হুরায়রা ট্রাষ্ট ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজের বিজ্ঞাপণ সহ কয়েকটি বিজ্ঞাপণে কাজ করেছেন। তার অভিনিত দুইটি নাটক “নক্তের বাসিন্দা ও ছিন্নমুকুল ” বিটিভি তে সম্প্রচারিত হয়েছিল। এরপরে তিনি চাকরি এবং লেখাপড়ার জন্য সময়ের অভাবে নাট্যঙ্গন থেকে কিছুটা দূরে সরে যান।  
তিনি বলেন, নাট্য প্রাঙ্গনের এই জগৎটি খুব গোছানো একটি জগৎ। নিজেকে কিভাবে গুছিয়ে নিতে হয় সেটা শেখা যায়। আমি অনেক কিছু শিখেছি এ জগৎ থেকে। নিজেকে উপস্থাপন করতে শিখেছি। নানান চরিত্রে অভিনয়ের মাধ্যমে চরিত্রটাকে অনুভব করে শিখেছি অনেক কিছু। সবাইকে অনুরোধ করবো এই প্রাঙ্গনে যোগ দেওয়ার জন্য। এখানে আসলে আপনারা শিষ্টাচার শিখতে পারবেন, নিজেকে জানতে পারবেন।
আবু হুরায়রা সদর উপজেলার ইদ্রাকপুরের হুমাউন কবির’র পুত্র। কে. কে. গভ ইনস্টিটিশন থেকে মাধ্যমিক, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। বর্তমানে তিনি রেডিও বিক্রমপুরের আর. জে হিসেবে দায়িত্ব পালন করছেন।